শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৫১ পূর্বাহ্ন
ভোলা (তজুমদ্দিন) থেকে সাইফুল ইসলাম সাকিবঃ— ভোলার তজুমদ্দিনের মেঘনার মধ্যবর্তী দুর্গম চর মোজাম্মেলের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কম্বল বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার দুপুরে চর মোজাম্মেলের মুক্তিযোদ্ধা বাজারের এসব কম্বল বিতরণ করেন তিনি। পরে চর মোজাম্মেলবাসীর জন্য প্রস্তাবিত পল্লী বিদ্যুতের ৩৩ কেভি ১০ মেগাওয়াট সাব স্টেশনের স্থান পরিদর্শন করেন এমপি শাওন।
আরও পড়ুনঃ রাজাপুরে আ.লীগ নেতার স্মরন সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা থাকলে দুর্গম চরঞ্চালের মানুষরাও সরকারী বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় চরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আগামী ২০২০ সালের মধ্যে চর মোজাম্মেলের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে।
এসময় তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কমকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান ফামেতা বেগম সাজু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউল হক, ডিজিএম (কারিগরি) ভোলা মোঃ নাজমুল হাসান, এসএম শাহিন আহসান, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply