শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:১৯ পূর্বাহ্ন
রাঙ্গুনিয়া (চট্রগ্রাম) থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ত্রাণ ও দূ্যোর্গ বিষয়ক সম্পাদক ও সেলিমা কাদের কলেজের সভাপতি এ.কে.মামুন তাঁর জন্মদিনকে উৎসর্গ করেন অযত্ন-অবহেলায় জর্জরিত শান্তিহাটস্থ এবাদতখানা পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে।
গতকাল মঙ্গলবার রাত্রে সেলিমা কাদের কলেজের সভাপতি এ.কে.মামুনের নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেন।
এ সময়ে এ.কে.মামুন গণমাধ্যমকর্মী দেলোয়ার হোসাইন কে বলেন, আমি রাত্রে ইবাদত খানায় সামনে গিয়ে দেখি, এখানে নামায পড়ার কোন পরিবেশ নেই, ইবাদত খানার ভিতরে ও বাহিরে ময়লা আবর্জনায় নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি নিজে ভিতরে পরিস্কার করে থাকে অথচ এটি উপজেলার কয়েকটি প্রসিদ্ধ ও ঐতিহ্যেবাহী বাজার সমুহের মধ্যে অন্যতম। আমি এ বাজারের সংশ্লিষ্ট সকলের সুদৃষ্ট কামনা করছি।
এদিকে শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ব্যবসীয়া সমিতির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, এ এবাদতখানা সংস্কার করা কিন্তু আমরা এখনো অনেক চেষ্টা করছি বা করতেছি, কিন্তু এটি সরকারের জায়গায় পড়ার কারণে সংস্কার করতে পারছি না, কিছুদিন আগে বাজার পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুর রহমানের কাছে এটি ভেঙ্গে নতুন করে তৈরী করার জন্য তার সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আমরা সেখানে ব্যর্থ হয়েছি। বর্তমানে এ এবাদতখানার নথিপত্র উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসে সংরক্ষিত আছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply