রবিবার, ০৪ Jun ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— নাটোরের সিংড়ায় মিজানুর রহমান (২১) নামে নব বিবাহিত এক যুবক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার সোহাগবাড়ী থেকে এলাকাবাসীর একটি বিক্ষোভ মিছিল এসে সিংড়া বাসষ্ট্যান্ড ও পৌর ভবন প্রদক্ষিণ করে। এসময় এলাকাবাসীরা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বিভিন্ন শ্লোগান দেয়।
উল্লেখ্য, বৌভাতের দিন গত রবিবার ভোরে বাড়ির পাশে একটি গাছ থেকে মিজানুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সিংড়া পৌর এলাকার সোহাগবাড়ি গ্রামের মোজাহারের পুত্র সে।
এর আগে শুক্রবার পৌর এলাকার মহেশচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মিজানের। শনিবার রাতে বাসায় ফিরে ঘুমিয়ে পরে মিজান। রবিবার ভোরে নিহতের বাড়ির পাশে একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply