বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগান সামনে রেখে সাভারে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভরারী বটতলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও চামড়ার শিল্প নগরী পুলিশ ফাঁড়ি এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ মার্চ ) বিকেলে ৪ টায় উপজেলার ৪ নং ওয়ার্ড় এলাকায় পুলিশিংয়ের সচেতনতামূলক আলোচনা সভায় চামড়া শিল্প নগরীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
উক্ত সভায় অত্র এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যপারে বিভিন্ন কার্যকরি পদক্ষেপ নেয়া হয়, বিটে সাধারণ মানুষের সমস্যার কথা শুনা হয়, বিট পুলিশিং কি এবং এর মাধ্যমে কিভাবে বিট এলাকার বাসিন্দারা দ্রুত পুলিশি সেবা পেতে পারেন, এলাকার মাদক কিভাবে এলাকাবাসিদের নিয়ে নিরসন করা যাবে,চুরি-ডাকাতি-দস্যুতা ও ছিনতাই কিভাবে কমানো যাবে,কিভাবে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে এসব গুরুত্বপূর্ণ বিষয়সহ আরো অনেক বিষয় নিয়ে মত বিনিময় হয়।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আইয়ূব মেম্বার, শাহ আলম সহ তেঁতুলঝোড়া ইউনিয়নের এলাকাবাসী আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply