মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নিকটবর্তী শিল্পনগরী সাভারের মধ্য কলমা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল সোমবার (১০ মার্চ) রাতে সাভার থানাধীন মধ্য কলমা এলাকা থেকে আটক করা হয়। আটককৃত আসামী হলেন, আশুলিয়ার আউকপাড়া এলাকায় অবস্থিত মোঃ আনসার আলীর ছেলে মোঃ আরিফ হোসেন (২২)।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর ডিবি’র উপ পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাভারের মধ্য কলমা এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, গতকাল রাতে সাভার থানা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply