মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৩২ পূর্বাহ্ন
যশোর (বেনাপোল) থেকে মোঃ রাসেল ইসলামঃ— বেনাপোল পরিবহন ষ্ট্যান্ড থেকে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলার সহ সজীব (২৮) নামে এক হুনডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকাল সাড়ে ৪ টার সময় তাকে আটক করা হয়। সে সরিয়াতপুর জেলার নড়িয়া থানার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
আরও পড়ুনঃ যশোরের বেনাপোল সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ আটক-৭
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি এক হুনডি ব্যবসায়ী বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বেনাপোল বাস স্ট্যান্ডে অবস্থান করছে।
আরও পড়ুনঃ ইবি’র শেখ হাসিনা হল ডিবেটিংয়ের দায়িত্বে জান্নাতুল-নীলা
এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪ শত ইউএস ডলার সহ সজিব কে হাতেনাতে আটক করেন। যার বাংলাদেশী টাকা টাকা ৫৬ লাখ টাকা।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply