মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ থেকে এমদাদুর রহমানঃ— কিশোরগঞ্জ পাকুন্দীয়া ছোট ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে।
নিহতের নাম চনন্দ রবিদাস(৩৫) সে পাকুন্দীয়া উপজেলার মাইজহাটি গ্রামের রবিদাস কলোনীর গোপাল চাঁন রবিদাসের ছেলে।
এঘটনায় ঘাতক ছোট ভাই আনন্দ রবিদাস (৩২) কে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (১আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে পারিবারিক কলহ জের ধরে ঘটনাটি ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানায়।
পুলিশ ও স্থানীয় সুএ জানায় পারিবারিক নানান বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই চনন্দ রবিদাসের সাথে ছোট ভাই আনন্দ রবিদাসের বিরোধ চলে আসছিল।বৃহস্পতিবার (১আগষ্ট) দুপুরে পুর্ব এই বিরোধের জের ধরে দুই ভাই জগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে ছোট ভাই আনন্দ রবিদাস ছুরিদিয়ে বড় ভাই চনন্দ রবিদাসের বুকে ও কপালে উপর্যুপুরি আঘাত করে।এতে ঘটনার স্থলে চনন্দ রবিদাস লুটিয়ে পড়ে এবং ঘটনারস্থলে মারা যায়।
খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুশফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ঘটনারস্থলে যান।পরে স্থানীয়দের সহযোগীতায় ঘাতক আনন্দ রবিদাসকে আটক করেন।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মুশফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহ জের ধরে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।ঘাতক ছোট ভাই আনন্দ রবিদাসকে গ্রেফতার করা হয়েছে । এব্যাপারে থানায় হত্যাকান্ডের মামলার প্রস্তুতি চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply