মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়া এমপি।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক এড. আফজাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনার আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা, জেলা আ’লীগের সহ-সভাপতি বাবু কাশী নাথ দত্ত ও এ্যাড. হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমার মোহন মিয়া, জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর সভা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ও ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. হারুন-অর- রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহজাহান খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ বাবর, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এড. শৈলেন চন্দ্র প্রমুখ।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীন শাহ্, পৌর মেয়র আহসানুল হক তুহিন, আ’লীগ নেতা মোঃ রেজাউল করিম, মোঃ মানিক মিয়া, উপজেলা আ’লীগ নেতা কালাম মোঃ ইছা,হাজী মজিবুর রহমান প্যাদা, এড. শামীম মিয়া, মেহেদী মাসুদ জুয়েল, কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, উপজেলা সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আ.লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন, উপজেলা আ.লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদসহ স্থানীয় কাউন্সিলর ও ড্যাডিকেকেটসহ ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ, সুধী বৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেয়। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করে উপজেলা আ’লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।
অনুষ্ঠানে সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় নেতা এড.আফজালুর রহমান বলেন, দেশের উন্নয়নে দলের বিবাধ ভূলে সকলকে দলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে কাজ করার আহবান জানায়। সম্মেলনকে ঘিরে গলাচিপায় উপজেলা আ.লীগ ব্যাপক আয়োজন করেছে এবং সম্মেলন সফল ভাবে সম্পর্ন হয়েছে। দ্বিতীয় অধিবেশণ শেষ হওয়ার পরে নতুন কমিটি ঘোষনা করা হবে বলে জানা যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply