রবিবার, ০৪ Jun ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন
চট্রগ্রাম (বাঁশখালী) থেকে মোঃ আবদুল জববারঃ— চট্রগ্রামের বাঁশখালীতে দাওয়াতে ইসলামী উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ) আবির্ভাব তথা পবিত্র রবিউল আউয়াল শরীফে জশনে জুলুশে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭অক্টোবর) শিলকৃপ মনকিচর ফয়জানে মদিনা মসজিদে প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন, দাওয়াতে ইসলামী বাঁশখালী শাখার সভাপতি মহিউদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মোঃ রিফাত আক্তারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলী আক্তারী, ফয়জানে মদিনার সভাপতি, ফয়জুর রহমান, মাদানী চ্যানেল বাংলা বাঁশখালীর সভাপতি আমীর মিয়া বিএ, বাঁশখালীর প্রচার সম্পাদক নেজাম উদ্দীন, পৌর যুবলীগ নেতা ওমর ফারুক, পৌর সভাপতি ইসহাক আক্তারী, পুকুরিয়া চানপুরের সভপতি জিসান আক্তারী, বৈলছড়ী আবছার, ফয়জানে মদিনার সম্পাদক এম, ইউপি আহমদ উল্লাহ মনকিচর গাউছিয়া কমিটি মিলাত সভাপতি দুদু মিয়া, লোকমান হাসান, আশেক এলাহী, আক্কাস আক্তারী প্রমুখ। অনুষ্ঠানের আগে সকাল ৮টায় চানপুর থেকে প্রধান সড়ক হয়ে মনকিচর ফয়জানে মদিনা জামে মসজিদে এসে শেষ হয়। পরে সালাতুস সালাম ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply