মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে কোমলমতি তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরন করা হয়েছে।বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুরে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ ইউসুফ মার্কেট শাখার উদ্যোগে এ বই বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও কো-অর্ডিনেটর মোহাম্মদ মুজাফ্ফর চৌধুরী আকাশ।
আরও পড়ুনঃ পাকুন্দিয়া উপজেলা শিক্ষা কমিটির পরিচিতি ও মাসিক সমন্বয় সভা
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুজাফ্ফর চৌধুরী আকাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন। নতুন নতুন জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের বই পড়তে হবে। মেধা বিকাশে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।
আরও পড়ুনঃ সাটুরিয়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
বই বিতরণকালে এসময় প্রতিষ্ঠানটির ইউসুফ মার্কেট শাখার প্রধান লাল মিয়া আকাশ, সহকারী শিক্ষক জিরাউর রহমান জিয়া, গাজিউর রহমান, মিজানুর রহমান, রুবেল হোসেনসহ প্রতিষ্ঠানটির তিন শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply