মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন
নীলফামারী জলঢাকা থেকে হারুন অর রশিদঃ— নীলফামারীর জলঢাকায় চলতি আমন মৌসুমে ধান সংগ্রহে উম্মুক্ত লটারির মাধ্যমে কৃষকদের বাচাই প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে লটারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় ১৭৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, ভাইস চেয়ারম্যান গোলাম আযম এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহম্মাদ মাহফুজুল হক, খাদ্য কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়সহ অনেকে।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের জন্য উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৫৬৩ জন কৃষকদের কাছ থেকে ২৫৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে যার ক্রয়মূল্য হবে ২৬ টাকা।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় নিরাপদ সড়ক চাই`র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা জগদীশ চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘শুধু মাত্র লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকরাই ধান সংগ্রহ অভিযানে অর্ন্তভুক্ত হতে পারবেন কোন প্রকার সিন্ডিকেট একসেপ্ট হবে না।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply