শনিবার, ২৭ Jul ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি....
“সরকারের দিক-নির্দেশনা মেনে চলি, করোনা ভাইরাস প্রতিরোধ করি।” অনলাইন নিউজ পোর্টাল “আজকের দিগন্ত ডট কম” এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে এখনই ভিজিট করুন “আজকের দিগন্ত ডট কম” (www.ajkerdiganta.com) । বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পরিশ্রমী, মেধাবী এবং সাহসী প্রতিনিধি আবশ্যক, নিউজ ও সিভি পাঠানোর ঠিকানাঃ-- ajkerdiganta@gmail.com // “ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আসুন আমরা মাদক’কে না বলি”
সংবাদ শিরোনাম....
বীরগঞ্জে ৩ ক্লিনিকের জরিমানা ও ১ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জোবিঅ-সাভার এর আওতাধীন জিরাবো ও আশুলিয়ায় তিতাসের বিশেষ অভিযান জরিমানাসহ কাশিমপুরে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বৈশ্বিক জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বাঁচাতে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ মোবাইল কোর্টের মাধ্যমে কাশিমপুরে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বীরগঞ্জে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠিত কাশিমপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়ায় প্রায় দশ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

গাজীপুরে বসতঘরে বিস্ফোরণঃ দ্বগ্ধ শ্বশুর-জামাতাও মারা গেলেন

গাজীপুরে বসতঘরে বিস্ফোরণঃ দ্বগ্ধ শ্বশুর-জামাতাও মারা গেলেন

 

গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের কাথোরা এলাকায় বসতবাড়িতে চুলার লাইনে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ও অগ্নিকান্ডে দ্বগ্ধ শ^শুর ও জামাতা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দু’দিন পর সোমবার মারা গেছেন। তারা হলেন- গাজীপুর মহানগরীর সালনা কাথোরা মন্ডলবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডল (৬০) তার শ^শুর নুর মোহাম্মদ (৮০)। এনিয়ে ওই ঘটনায় ইয়াকুব আলীর স্ত্রী আকলিমা বেগমসহ (৫০) দ্বগ্ধ তিনজনের সবাই মারা গেছেন।

নিহত ইয়াকুব আলীর পুত্রবধূ সাদিয়া আফরিন সাথী জানান, গাজীপুর মহানগরীর সালনা কাথোরা মন্ডলবাড়ি এলাকার একতলা একটি ভবনের একটি ইউনিটে গত শনিবার (১৭ আগস্ট) ভোরে পৌণে ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণ এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই বাসার গৃহকর্তা ইয়াকুব আলী মন্ডল (৬০), তার স্ত্রী আকলিমা বেগম (৫০) এবং ইয়াকুব আলীর শ^শুর নুর মোহাম্মদ (৮০) আগুনে দ্বগ্ধ হয়। দ্বগ্ধ তিনজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার রাত (শনিবার) পৌণে ৮টার দিকে আকলিমা বেগম মারা যান। আকলিমার মৃত্যুর দু’দিন পর সোমবার দুপুর দু’টার দিকে তার স্বামী ইয়াকুব আলী মারা যান। ইয়াকুব আলীর মৃত্যুর প্রায় ৫/৬মিনিট পর তার শ^শুর নুর মোহাম্মদও মারা যান। এনিয়ে ওই ঘটনায় দ্বগ্ধ তিনজনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর ও নিহতের স্বজনরা জানান, গাজীপুর মহানগরীর সালনা কাথোরা মন্ডলবাড়ি এলাকার একতলা একটি ভবনের একটি ইউনিটে ইয়াকুব আলী স্বপরিবারে বসবাস করেন। গত শুক্রবার রাতে ওই বাসার একটি কক্ষে ইয়াকুব ও তার স্ত্রী এবং পাশের কক্ষে স্বপন ও তার নানা ঘুমিয়ে ছিলেন। শনিবার (১৭ আগস্ট) ভোর পৌণে ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে বিষ্ফোরণ হয়ে ঘরের দরজা জানালা ভেঙ্গে ছিটকে পড়ে এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায় এবং কক্ষ থেকে দ্বগ্ধ ও আহতাবস্থায় অবস্থায় চারজনকে উদ্ধার করে। এদের মধ্যে আগুনে দ্বগ্ধ ইয়াকুব আলী, তার স্ত্রী ও শ^শুরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। আগুনে ইয়াকুব আলীর শরীরের শতভাগ, স্ত্রী আকলিমার শরীরের ৯৫শতাংশ এবং শ^শুর নুর মেহাম্মদের শরীরের ২৫শতাংশ পুড়ে যায়। বিষ্ফোরণের ঘটনার সময় ছিটকে আসা কাঠের আঘাতে ইয়াকুব আলীর ছেলে মেহেদী হাসান স্বপন (২২) আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে ঘরের খাট, বিছানা-পত্র, কাপড়-চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে বিকট শব্দ ও তাদের দ্বগ্ধ হওয়ার সঠিক কারণ জানা যায়নি।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে (এডিএম) মোঃ শাহীনুর ইসলাম জানান, আগুনের এ ঘটনা তদন্তের জন্য ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে (এডিএম) মোঃ শাহীনুর ইসলামকে ওই কমিটির প্রধান করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শরিফুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার গ্যাস লাইনের লিকেজ থেকে নির্গত হয়ে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে আটকা পড়ে। পরে দিয়াশলাইয়ের কাঠি জ¦লানোর সময় বা বৈদ্যুতিক শর্ট সর্কিটের কারণে জমাট থাকা গ্যাসের বিষ্ফোরণ ঘটে অগ্নিকান্ডের সূত্রাপাত হয়। তবে তদন্তের পর অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।

Print Friendly, PDF & Email

খবরটি শেয়ার করুন....



Leave a Reply

Your email address will not be published.



বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

করোনা ইনফো (কোভিড-১৯)

 

 

 

 

পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ

জনপ্রিয় পুরাতন হিন্দি গান

জনপ্রিয় বাউল গান

[print_masonry_gallery_plus_lightbox]




জনপ্রিয় পুরাতন বাংলা গান

সর্বশেষ সংবাদ জানতে



আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”

© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”।  অনলাইন নিউজ পোর্টালটি  বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

Design & Developed BY ThemesBazar.Com
Shares
x