শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ফের ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা তিনসড়ক এলাকায় রাস্তার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে। এতে এ সড়কের চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি ও শিমুলতলী পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা ওই সড়কে রিকশা, মোটরসাইকেল পর্যন্ত চলাচলে বাধা দিচ্ছে। অনেকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, বয়স্ক লোকজন এবং স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছেন।
আরও পড়ুনঃ বেনাপোলে ১ কেজি গাঁজাসহ দুই নারী মাদক বহনকারী আটক
শ্রমিকরা জানান, মহানগরীর স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ার্নস বাংলাদেশ লিমিটেড কারখানা দুটিতে অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংরক্ষিত আসনের এমপি সামসুন্নাহার ভূঁইয়া কারখানায় এসে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তখন মালিক পক্ষ অক্টোবর মাসের বেতন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও নভেম্বর মাসের বেতন ২৩ ডিসেম্বর দেয়ার ঘোষণা দেন। রাতে এ ঘোষণা শুনে কিছু শ্রমিক মেনে নিলেও অনেক শ্রমিক তা মেনে নেননি। তারা বৃহস্পতিবারই দুই মাসের বেতন এক সঙ্গে পরিশোধের দাবি জানিয়ে বুধবার সকালে ফের সড়ক অবরোধ করে।
আরও পড়ুনঃ বিজয়ের মাসে রাস্তায় রাস্তায় ভ্রাম্যমান পতাকা ফেরিওয়ালা
এদিকে কারখানার শ্রমিকদের সড়ক অবরোধের পর গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, তারা শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। একটি সুষ্ঠু ফয়সালা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সদর থানা পুলিশের পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply