রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
“কে তুমি”
কে তুমি, কী তোমার পরিচয়?
তুমি কি সেই; যাকে আমি…
মনের মন্দির থেকে বছরের পর বছর চিনি;
নাকি তুমি সেই চির পরিচিত বেগম রোকেয়া,
নাকি মনের বেদনায় রিক্ত সুফিয়া কামাল!!a
কে তুমি, একবার বলেই তো যাও?
হে কুয়াশায় ঢাকা স্বপ্নময়ী রমনী..
তোমার ঐ আয়তলোচনা সর্বস্বময়ী কোমল হৃদয়;
কবির মন যে ছুয়ে যায়।।
হে রমনী কে তুমি অপলোক দৃষ্টিতে চেয়ে রও?
কুয়াশায় ভেজা মনটা যে তোমারই পানে ছুটছে…
তুমি কেনো এতো দুরে রও-ধরা তো দিয়ে যাও।।
এই রূপসী বাংলার প্রকৃতির মাঝে
কে তুমি দাড়িয়ে রও; অপরূপ সাজে!
শত বাঙালির হৃদয় কেড়েছো তুমি;
তোমারই অপরূপ সৌন্দর্য্যের মাঝে৷
কে তুমি, কি তোমার পরিচয়?
তুমি কী সেই; যাকে আমি;
এই বাংলার সবুজ অরণ্যে অপরূপ দৃশ্যের মাঝে খুঁজে পাই।।
হে ছায়ার মতো নিস্তব্ধতা বলনা হে—-কে তুমি?
মোঃ খালিদ হাসান
শিক্ষার্থীঃ- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply