মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ ইউসুফ খানঃ— ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতি বিরোধী সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের পক্ষে করা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
বুধবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে পৌর আওয়ামীলীগ এই মানববন্ধনের আয়োজন করে।
এ সময় ঘন্টাবাপী চলা এই মানববন্ধনে রায় বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমীন, সদর উপজেলা
আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ সাকিনা খাতুন পারুল জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম রানা, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন প্রমুখ।
বক্তারা এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুসহ তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করে এই দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো সেই হায়েনার দল জামায়াত বিএনপির দোসররা ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের উন্নয়ন বন্ধে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনোকেও বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিলো। কিন্তু সেদিনের সেই গ্রেনেড হামলায় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ ২৪ জন নেতা কর্মী শাহাদাত বরণ করে দোসরদের পরিকল্পনাকে ধূলিস্যাত করে বাঙালী জাতিকে উপহার দিয়েছিলেন উন্নয়নের রুপকার শেখ হাসিনাকে। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও এই গ্রেনেড হামলায় জড়িতদের বিচার কার্য শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা । আর তাই অতি দ্রুত তম সময়ে মামলার রায় বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
এদিকে এই কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ এবং সাবেক ছাত্রনেতা মোঃ গোলাম শাহনেওয়াজ অপু । মানববন্ধনে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply