মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
নীলফামারী থেকে হারুন অর রশিদঃ— ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদ এবং ওই হামলায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিসহ নিহতদের স্বরণে নীলফামারীর জলঢাকায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে থানা মোড় এলাকায় বঙ্গবন্ধু প্রজন্মলীগ অফিসে উপজেলা ছাত্রলীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।
তিনি বলেছেন, ওইদিন যারা বর্বরোচিত গ্রেনেড হামলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল তাদের ক্ষমা নেই। আমি এই সভাস্থল থেকে তাদের প্রতি নিন্দা ও ধিক্কার জানিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি করছি। এসময় তিনি আরও বলেন, জলঢাকায় গত ১৫ আগস্ট আওয়ামীলীগ মধ্যে দু’গ্রুপের সংঘর্ষের ঘটানায় বেশকিছু কর্মজীবী নিরীহ মানুষকে মিথ্যে মামালায় জড়ানো হয়েছে। সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ আমি দেখেছি , যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি পরেশ চন্দ্র কাচুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয়, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আহবায়ক মশিউর রহমান হিট্টু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি জোনাব আলী, বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি আবুল কালাম আজাদ ও তাঁতী লীগ সভাপতি হাসানুর রহমান প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply