শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ন
রাঙ্গুনিয়া থেকে মুহাম্মদ দেলোয়ার হোসাইনঃ— পবিত্র হিজরী নববর্ষ-১৪৪১ কে স্বাগত জানিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে বণার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩১আগষ্ট) বিকালে চিকনদন্ডী ও দক্ষিন পাহাড়তলী শাখার ব্যবস্থাপনায় স্বাগত র্যালী ফতেয়াবাদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমানবাজার সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চিকনদন্ডী ইউনিয়নের সভাপতি হাসান মাসুদ মেম্বারের সভাপতিত্বে ও রাশেদুল ইসলাম( রাসেল) সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাটহাজারী পশ্চিম পরিষদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আলহাজ মুহাম্মদ হোসাইন, পাহাড়তলী ইসলামিক ফ্রন্টের সভাপতি হাজী গিয়াস, চিকনদন্ডী সাধারণ সম্পাদক গিয়াস হিরু, মাওলানা বাহাদুর, ওসমান চৌধুরী, শওকত আলী, আজিম মেম্বার, ওসমান মুন্সি, ছাত্রেসনা চবি শাখার সভাপতি ইমদাদুল ইসলাম, হাটহাজারী ছাত্রসেনার সাধারণ সম্পাদক কাজী আসাদ, জাকের হোসেন বাবুল, নেজাম উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা হিজরী নববর্ষ কে রাষ্ট্রীয় ভাবে পালন করা এবং বিগত ২৭ আগষ্ট শাহাদৎ বরণকারী আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিচার দ্রুত বাস্তবায়নের জন্য সরকার প্রশাসনের প্রতি আহবান জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply