বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
সিলেট (হবিগঞ্জ) থেকে মোহাম্মদ শাহ্ আলমঃ— কাশ্মীরে মুসলিম গণহত্যার প্রতিবাদে এবং তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা। শুক্রবার বিকালে নূরুল হেরা মসজিদ কমপ্লেক্স এর সামনে থেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের হয়। মিছিলটি সারা শহর প্রদক্ষিণ করে নূরুল হেরা মসজিদ কমপ্লেক্স এর সামনে সমাবেশ হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস, আল্লামা হাফেজ তাফাজ্জুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শাইখ মাওলানা মুখলিছুর রহমান ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী প্রশিক্ষক সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কাশ্মীরে মুসলিম গণহত্যার ও তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি অনুরোধ জানান ওলামায়ে কেরামগন। যদি ভারত সরকার নরেন্দ্র মোদি কাশ্মীরের মুসলমানদের ওপর থেকে গণহত্যা বন্ধ না করেন, যদি তাদের স্বায়ত্বশাসন ফিরিয়ে না দেন, তাহলে আমরাও সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারত সরকার নরেন্দ্র মোদির বিরুদ্ধে জিহাদ ঘোষনা করব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে যুদ্ধও করব। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সকল কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply