শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
হবিগঞ্জ থেকে মোহাম্মদ শাহ্ আলমঃ— সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের পশ্চিমে খাল থেকে মামুন (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মামুন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের আবদুল মালিকের ছেলে।
শুক্রবার সকাল ১০ টার সময় স্থানীয়রা কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় একটি লাশ দেখতে পান। তাৎক্ষণিক এ খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী নবীগঞ্জের ইনাতগঞ্জের মধ্যসমত গ্রামের নিহতের স্বজনরা ঘটনাস্থলে আসেন। এদিকে জগন্নাথপুর থানা পুলিশ কে খবর দিলে জগন্নাথপুর থানার এএসপি মাহমুদুল হাসান চৌধুরী , ওসি এখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানাযায়, নিহত ড্রাইভার মামুনের লাশটি উদ্ধার করে ময়ানা তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply