শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ থেকে এস.এম আশরাফুল ইসলাম জয়ঃ— সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নজরুল একাডেমি সিরাজগঞ্জ ও ভারতের কলকাতা অগ্নিবীণা নজরুল চর্চা কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। এছাড়াও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস এবং সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ নজরুল একাডেমির সভাপতি হেলাল আহম্মেদ জানান, জাতীয় কবির ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নজরুল একাডেমির উদ্যোগে নজরুল সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভারতের অগ্নিবীনা নজরুল চর্চা কেন্দ্রের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply