সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ থেকে এম. এম. আশরাফুল ইসলাম জয়ঃ— সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসায় ছেলেধরা সন্দেহে আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আহত আলম (৩৫) পৌর এলাকার গয়লা বটতলা এলাকার আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, আহত আলম জানালা দিয়ে মাদ্রাসায় ঢোকার চেষ্টা করছিল। এ সময় শিক্ষার্থীরা হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে ‘ছেলে ধরা’ সন্দেহে চিৎকার শুরু করে। এ সময় গ্রামবাসী ও সকল ছাত্ররা তাকে আটক করে গণধোলাই দেয়। আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে একজন ছিঁচকে চোর ও মাদকাসক্ত। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply