মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৩১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে বিজ্ঞান ভবনের গ্যালারি কক্ষে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ নির্বাচনে কাঙ্খিত ফল না পেয়ে ইবি শাপলা ফোরামের তদন্ত কমিটি
আরও পড়ুনঃ রাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। তিনি বলেন, যাকাত ধর্মীয় প্রক্রিয়ায় সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় ৯ ইউনিয়নে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সিজেডএম’র মহাব্যবস্থাপক মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক, ট্রিপল-ই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌফিক এলাহী, আল-ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply