মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৪:৫৭ পূর্বাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামে রাতের আধারে এক কৃষকের জমিতে কিটনাশক প্রয়োগ করে তিনবিঘা জমির ধান বিনষ্ট করা হয়েছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।এতে একমাত্র সম্বল ধানের জমি নষ্ট হওয়ায় বিপাকে পড়েছে ঐ কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম শফিকুল ইসলাম। সে কৈডালা গ্রামের আলহাজ্ব অফিজ উদ্দিনের পুত্র। তিনদিন পার হলেও ঐ কৃষকের জমি পরিদর্শন করেনি কৃষি বিভাগ।
তবে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে আমরা কোন সংবাদ পাইনি। সরেজমিনে পরিদর্শন করতে নির্দেশ দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বৃহস্পতিবার জমিতে গিয়ে দেখতে পাই ধান মরে গেছে। পুরো জমি পুরে গেছে, এতে আমার প্রায় দু লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে। তিনি আরো বলেন, অনেক কষ্টে তিন বিঘা জমিতে আবাদ করেছি কিন্তু এখন পথে বসার উপাক্রম হয়েছে। সবকিছু পুড়ে গেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply