বুধবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ন
আজকের দিগন্ত অনলাইন প্রতিবেদকঃ— সাভার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভারের রেডিও কলোনী বাসস্ট্যান্ডে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক মিঠুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেকে এবং সার্বিক সঞ্চালনায় ছিলেন সাভার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান হিমু।
প্রধান অতিথির বক্তব্যে সাভার পৌরসভার প্যানেল মেয়র বলেন, এতিমদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করার জন্য সাভার উপজেলা প্রেসক্লাবের জন্য মঙ্গল কামনা করছি। প্রেসক্লাবের মহতী উদ্যেগে সার্বিক সহযোগিতা থাকবে। পরে এতিমের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট মোঃ নজরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য শাহাবুদ্দিন মাহাতাব, সাভার পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, দপ্তর সম্পাদক সাগর সাহা, নির্বাহী সদস্য রমজান আহমেদ, সাভার সরকারি কলেজের প্রভাষক মোঃ নূর আলম, সাভার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন রবিন, সাভার উপজেলা ছাত্রলীগের নেতা শরীফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেমন্তের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা মিনন মাহাফুজ, সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ঝর্ণা আক্তার, সিনিয়র সহ সভাপতি শিরিন আক্তার, জয়শ্রী ঘোষ প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বায়োস্কোপ থিয়েটারের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী, সাভার উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ওয়াহিদ, ইব্রাহিম হোসেন ইশান, জীবন আহম্মেদ, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, কার্য নির্বাহী সদস্য শফিকুল ইসলাম রনি, শরীফুল ইসলাম পাটোয়ারী স্বপন, সুমন আহমেদ, সাভার ছাত্রকল্যান পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ লিংকন ইসলাম, সাভার পৌর যুবলীগের মোঃ জাহাঙ্গীর আলম খান, সাভার ইউনাইটেড ক্লাবের যুগ্ন সম্পাদক রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক কাউসার ভূইয়া প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply