সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:২৯ অপরাহ্ন
বাঁশখালী (চট্রগ্রাম) থেকে মোঃ আবদুল জববারঃ চট্রগ্রামের বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমি বনাম সাতকানিয়া ক্রিকেট একাডেমির মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ বৃহাস্পতিবার সকাল ৯টায় ২০শে আগষ্ট অনুষ্ঠিত হয়।
উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সাতকানিয়া ক্রিকেট একাডেমি। সাতকানিয়া ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নিধারিত ৩০ (২৫.২) ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৬ রান করতে সক্ষম হয়। সাতকানিয়া ক্রিকেট একাডেমির হয়ে জাহেদ ৪৮, সাকিব ১৩, সায়েম ১৪, ফরহাদ ১৩, খালেদ ১২ এবং শাকিল ৬ রান করে।
বোলিংয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে ফাহিম, ৩ এনাম ২,আশরাফুল ২ এবং মাসুদ ১টি করে উইকেট লাভ করে। জবাবে ১৩৭ রনের লক্ষ্য ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি নিধারিত ৩০(১৬.৪) ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায়। ব্যাটিংয়ে আশরাফুল ৪৭, মাসুদ ৩৮, নোবেল ১৮, রায়ান ৬, আজিম ৩ রান করে। বোলিংয়ে সাতকানিয়া ক্রিকেট একাডেমির হয়ে খালেদ, সৈয়দ এবং জিয়াম ১টি করে উইকেট লাভ করে।
ফলে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জয় লাভ করে।
উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমির অলরাউন্ডার “আশরাফুল”।
উক্ত ক্রিকেট ম্যাচে অতিথি হিসাবে উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বাঁশখালী ক্রিকেট একাডেমির প্রধান কোচ ও পরিচালক মোহাম্মদ এরশাদ এবং সাতকানিয়া ক্রিকেট একাডেমীর কোচ তাকিউদ্দিন ফহাদ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply