মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
সাটুরিয়া থেকে আবুবকর সিদ্দিকঃ— মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মালসী দক্ষিণ পাড়া গ্রামের ছমির উদ্দিনের বাড়িতে শনিবার রাত আনুমানিক ১২ ঘটিকায় ভ্রাম্মন বাড়ী গ্রামের নুরু মিয়ার ছেলে শাওন (১৭) ছমির উদ্দিনের বিবাহিত মেয়ে এসএসসি পরিক্ষার্থীর ঘরে গিয়ে প্রবেশ করে। পরে এলাকাবাসী টের পেয়ে শাওন কে আটক করে। বখাটে শাওন ও ছমির উদ্দিনের মেয়ে দুই জন সাটুরিয়া উপজেলার মহিষালৌহা জব্বার আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।
আরও পড়ুনঃ সিংড়ার ঐতিহ্যবাহী দুর্দম ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বিষয়টি স্থানীয় এলাকাবাসী সাটুরিয়া থানা পুলিশ’কে জানালে রবিবার সকালে সাটুরিয়া থানার উপ পুলিশ পরির্দশক আব্দুল করিম ঘটনাস্থল থেকে ভ্রাম্মনবাড়ী গ্রামের নুরু মিয়ার ছেলে মোঃ শাওন কে আটক করে। বখাটে শাওন এসএসসি পরিক্ষার্থী ও বয়স কম হওয়ায় বিশেষ বিবেচনায় সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে, সাটুরিয়া সহকারি (ভূমি) কর্মকতা উম্মে কুলসুম (সম্পা) শাওন কে ইভটিজিং এর অপরাধে প্রাথমিক ভাবে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
আরও পড়ুনঃ শেখ হাসিনার বিকল্প নেই আ. লীগে মোহাম্মদ নাসিম
এ বিষয়ে সাটুরিয়া থানার উপপরিদর্শক আব্দুল করিম জানায় স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি থানায় অবহিত করলে, ঘটনাস্থল থেকে শাওন নামের এক বখাটেকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। ঘটনার পর থেকে এলাকা বাসীর মাঝে চরম সমালোচনার সৃষ্টি হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply