বুধবার, ০১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:০৮ অপরাহ্ন
মানিকগঞ্জ (সাটুরিয়া) থেকে আবুবকর সিদ্দিকঃ— ১৬ ডিসেম্বর হল মহান বিজয় দিবস, বাঙালি জাতির এক গৌরবময় অধ্যায়। চিরস্মরণীয় এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। মহান বিজয় দিবসে ফুল দিয়ে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদের শ্রদ্ধা জানিয়েছেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা সহকারী ( ভূমি) কর্মকতা উম্মে কুলসুম সম্পা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার মিঞা,
আরও পড়ুনঃ কাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
ওসি তদন্ত আবুল কালাম আজাদ, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন মাষ্টার, হরগজ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন (জ্যতি), বালিয়াটী ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন( পিন্টু), দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, তিল্লী ও বরাইদ ইউপি চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতা কর্মচারী ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।
আরও পড়ুনঃ লামা উপজেলায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত
বিজয় দিবস উপলক্ষে সাটুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। বিজয় দিবস অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply