মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
সিলেট (বালাগঞ্জ) থেকে মীম জুবায়েরঃ— বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাব কতৃক আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল প্রায় সাড়ে ৯ ঘঠিকায় বালাগঞ্জ সরকারি কলেজ হল রুমে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন সাপ্তাহিক কুশিয়ার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ।এতে উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী সহ প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক সুদিনের নির্বাহী সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া এবং দৈনিক যুগান্তর ও দৈনিক যুগান্তর-এর বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ।
প্রশিক্ষণ শেষে, সমাপনী অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আ হ ইমন শাহ’র সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মোমিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সুদিনের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ বাদশা গাজী, সাপ্তাহিক কুশিয়ার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুনশী ইকবাল, দৈনিক সুদিনের নির্বাহী সম্পাদক আঙ্গুর মিয়া, সমাজ সেবক নাসির উদ্দিন, দৈনিক যুগান্তর বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমদ, দৈনিক মানবজমিনের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুস শহিদ ও বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাজল মিয়া প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply