মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচন পরিচালনা কমিটি পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়নের কমিটি ঘোষনা করা হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বেলা ১১.৩০ মিনিট সময় পৌর সভা কার্যালয়ে পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়ন এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর সভার মেডিকেল অফিসার ডাঃ এসএম একরামুল নাহিদ, পৌরসভার সকল কর্মচারীদের (ভোটার) উপস্থিতিতে মোঃ রহমত উল্লাহ কে সভাপতি ও এবিএম রাশেদুল হাসানকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিস্ট পটুয়াখালী পৌর কর্মচারী ইউনিয়নের কমিটি ঘোষনা করেন।
এ কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি এস.এম কামরুন নাহার, সহ-সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন হাওলাদার, দপ্তর সম্পাদক এম.ডি এ রহমান, কোষাধ্যক্ষ মোঃ মোনায়েম হোসেন, প্রচার সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়াসম্পাদক মোঃ হুমায়ুন কবির, সদস্য মোঃ রিপন মৃধা। পৌর কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রকৌশলী এস.এম সোলায়মান, উপ-সহকারী প্রকৌশলী একেএম রিয়াজ উদ্দিন মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা ইউনুছুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকর ও ট্রাক হেলপার মোঃ সানু সরদার । উক্ত নবগঠিত পৌর কর্মচারী ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং পৌর সভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরসভা নির্বাচনকালীন নির্বাচিত মেয়রের প্রতীক ‘জগ’ ও ফুল দিয়ে মেয়র মহিউদ্দিন আহম্মেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply