মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:১১ পূর্বাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— দেশে কোন সন্ত্রাস-দুর্নীতিবাজ থাকবে না, সবাইকে আইনের মুখোমুখি হতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি আরও বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতেই প্রধানমন্ত্রী দুর্নীতি পরায়ণ ও অবৈধভাবে কাজে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন, আর সেই অভিযানই চলছে।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলন্স পোশাক কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন দেশে সন্ত্রাস জঙ্গিবাদ, ক্যাসিনো ও মাদক বিরোধী অভিযান চলবেই। যারা দেশে অবৈধ ভাবে টাকা পয়সার মালিক হয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, দেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করলে ছাড় দেওয়া হবে না। এ দেশ থেকে সন্ত্রাসীদের মুল উৎপাঠন করা হবেও বলেও জানান তিনি।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন, অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহা ব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান পিপিএম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী হাসান মঞ্জু সহ আরো স্থানীয় ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply