বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন
নাটোর (বাগাতিপাড়া) থেকে মোঃরাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এর আগে ছাত্রলীগের পক্ষ থেকে র্যালি বের করে মালঞ্চি বাজার, রেলগেট এলাকা এবং উপজেলা চত্ত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জিমনেসিয়ামে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মুকুল সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান রিংকু, বাগাতিপাড়া উপজেলা যুবলীগ সভাপতি নাসিম মাহমুদ, লালপুর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টু, উপজেলা তাঁতীলীগ সভাপতি শামসুজ্জামান মোহন, আওয়ামীলীগ নেতা শরীফ আহম্মেদ, নয়েজ মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে আতিক হাসান বিদ্যুৎ কে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply