মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
সিলেট (মৌলভীবাজার) থেকে রাসেলঃ— মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গাঁজাসহ গাঁজা বহনকারী গাড়ীর চালককে আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ ৷
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার উকিলবাড়ী সড়ক থেকে অভিযুক্ত নিমাই বৈদ্যকে আটক করে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাটাজুরী গ্রামের রবীন্দ্র বৈদ্যের ছেলে নিমাই বৈদ্য (৩০) নামের একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ী সড়কে একটি পিকআপ গাড়ীতে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা ও পিকআপ গাড়ী চালককে আটক করে থানায় নেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক জানান, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply