শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক বিরোধের জেরে উপজেলা ছাত্রলীগ সভাপতি জাকিরুল হাসান জিকু তিন সহকর্মীসহ দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। বৃহষ্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় শ্রীপুর রেল ষ্টেশন এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন, আল আমীন, সানি, জনি, সীমান্ত, মাসুমসহ হামলকারীদের অভিযুক্ত করে সভাপতি জাকিরুল হাসান জিকু শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, সহ-সভাপতি রাকিবুল হাসান, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক তন্ময় বণিক ও সহ-সম্পাদক রাসেল শেখ। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা ও প্রতক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় শ্রীপুর রেল ষ্টেশন এলাকার একটি চায়ের দোকানে জাকিরুল হাসান জিকু ও ছাত্রলীগের কয়েকজন নেতা চা পান করছিলেন। এসময় কমপক্ষে ৩০ জনের একদল যুবক হকিষ্টিক ও লাঠিসোটা নিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে জিকু এবং ছাত্রলীগের ওই তিন নেতা গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা ভয়ে ছুটোছুটি শুরু করে। এক পর্যায়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আহতদের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাত্রলীগ নেতাদের ওপর হামলার খবর পেয়ে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বর্তমান সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামান, ভিপি আহসান উল্লাস, শ্রীপুর আঞ্চলিক শাখা শ্রমিক রীগের সাধারন সম্পাদক জালাল আহমেদসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে হামলার ঘটনাটি রাজনৈতিক এবং ছাত্রলীগের আধিপত্যের বিরোধ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply