রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১২:২০ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ বিজ্ঞান মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম সকাল ১১ ঘটিকায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ কে মাথায় রেখে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এক দিনের জন্যই মেলার আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারী সভাপতিত্ব উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফারজানা নাসরিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ । আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply