শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৮:৪৩ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুর পৌরসভার ছাপিলাপাড়া এলাকায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদে মানবন্ধন করেছে এলাকাবাসী।
শ্রীপুর পৌরসভার নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে দুর্নীতিবিরোধী ব্যানার নিয়ে মানববন্ধনের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন আয়োজকেরা জানান, গত দুই মাস যাবৎ শ্রীপুর বাস্ট্যান্ড-গড়গড়িয়া মাস্টারবাড়ী সংযোগ সড়কের বিভিন্ন স্থানে পাথর ও রড সিমেন্টের ঢালাই দিয়ে উন্নয়ন কাজ চলছে। ঢালাইয়ের পরিমাণ কম, বালি সিমেন্ট পাথরের পরিমিত মাত্রা ব্যবহার না করাসহ নানা অনিয়ম করা হয়েছে। ফলে ঢালাই দেয়ার ২০দিনের মধ্যে সড়কের বিভিন্নস্থানে ফাটল দেখা দিয়েছে। এসব অনিয়মের অভিযোগ এনে মনাববন্ধনে শ্রীপুর পৌরসভার নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী ও সমাজসেবী শেখ তাজউদ্দিন, মেহেদী হাসান আফজাল, শেখ ময়েজ উদ্দিন, আওলাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন জানান, সরেজমিন পরিদর্শন ও যাচাই করে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply