শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুর উপজেলা শ্রমিক দলের আয়োজনে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
মাওনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি এস এম আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলার বিএনপি’র উপদেষ্টা অধ্যক্ষ জহিরুল ইসলাম কাজল, শ্রীপুর উপজেলা জাসাসের সাধারন সম্পাদক আবুল বাশার সরকার, আরিফুল ইসলাম সরকার, রায়হান কবির, আব্দুল বারেক, নরুজ্জামান খলিল, তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা ইলিম, সাংগঠনিক সম্পাদক এস এম সুজন মাহমুদ, গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বদিউল আলম সবুজ, কাওরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির শ্যামল, গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য রিপন ফকির, মাওনা ইউনিয়নের শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, ৯ বছরের স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলনেও রাজপথে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বিএনপি। সামগ্রিকভাবে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিএনপির বলিষ্ঠ ভূমিকা জনগণ কর্তৃক সমাদৃত। তাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে আমাদের ত্যাগ স্বীকার করে সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে হবে। আমরা অবশ্যই আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা জয়ী হবো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply