বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
গাজীপুর (শ্রীপুর) সাইফুল আলম সুমন:— গাজীপুরের শ্রীপুরে কম্পিউটার হার্ডওয়্যার এন্ড ট্রাবলশুটিংয়ের ওপর শিক্ষকদের ১৫দিনব্যাপী প্রশিক্ষন কর্মসুচী শুরু হয়েছে।
রোববার দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ ল্যাবে এ প্রশিক্ষন কর্মসুচীর উদ্বোধন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এ কর্মসুচীর উদ্বোধন করেন। এ কর্মসুচী সম্পন্ন হলে একজন শিক্ষক কম্পিউটারের হার্ডওয়ারের নানা সমস্যার বিষয় চিহ্নিত ও তার সমাধান করতে পারবেন।
সহকারী প্রোগ্রামার কামাল হোসেন ফরাজীর পরিচালনায় কর্মসুচীতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার ট্রেইনার, আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও গাজীপুর জেলা অ্যাম্বাসেডর মো: হাবিবুর রহমান ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের প্রভাষক মোহাম্মদ আবু বাক্কার ছিদ্দিক আকন্দ।
সহকারী প্রোগ্রামার কামাল হোসেন ফরাজী জানান, শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ২৫ জন শিক্ষক এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কর্মসুচী চলবে। এ কর্মসুচী উপজেলায় এটিই প্রথম। এ কর্মসুচী সম্পন্ন হলে একজন শিক্ষক কম্পিউটারের হার্ডওয়ারের নানা সমস্যার বিষয় চিহ্নিত ও তার সমাধান করতে পারবেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply