মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে শ্বাসকষ্টের চিকিৎসা নেওয়ার জন্য ভুয়া ডাক্তারের কাছে রোগী সেজে গিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যান্য রোগীদের যেভাবে ফাঁদে ফেলে ওই ডাক্তার অর্থ আদায় করে আসছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও একই রকম প্রতারণা করেন। রোববার রাত সাড়ে ৯ টার দিকে শ্রীপুর পৌর শহরের সেবা মেডিকেল হলে ভুয়া ডাক্তার কামরুল হাসানকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরিফীন ।
সাজাপ্রাপ্ত ভুয়া ডাক্তার কামরুল ইসলাম (৫২)-এর বাড়ী মাদারীপুর সদর উপজেলায়। বর্তমানে তিনি উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, কামরুল হাসান প্রায় দুই যুগ ধরে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে শ্রীপুরে চেম্বার করে আসছেন। রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর জন্য কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পাঠাতেন তিনি। এছাড়াও ভুল চিকিৎসা দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরিফীন নিজেই রোগী সেজে তার কাছে যান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গেও প্রতারণা করতে শুরু করেন কামরুল। এক পর্যায়ে কামরুল হাসানের কাছে ডাক্তারি পাশ করার সনদপত্র চাইলে তা দিতে ব্যর্থ হন তিনি। এসময় কথিত ডাক্তার তার সকল অপরাধ আদালতের কাছে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরিফীন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে তাকে এ কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply