মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৪:৪৫ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী শ্রীপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজ, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ শ্রীপুরে ইয়াবা ও শিশাসহ মা ছেলে গ্রেপ্তার
আরও পড়ুনঃ গাজীপুরে পিকআপের নিচে চাপা পড়ে যুবক নিহত
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল হক খান, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম ডি শামসুল আরেফীন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির কােষাধ্যক্ষ সাংবাদিক সাদেক মিয়া প্রমূখ।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর কর্মমময় জীবনের ওপর ভিডিওচিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আতশবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply