রবিবার, ০৪ Jun ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরের ওয়েলটেক্স গ্রুপের আদিব ডায়িং কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে । বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি লেগে যায়। একপর্যায়ে লাঠিপেটা করলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।
কারখানার একাধিক শ্রমিকরা সাংবাদিকদের বলেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন দেয়া হয়নি আমাদের। কারখানা কর্তৃপক্ষ একাধিক তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। বেতন না পাওয়ায় বাড়ি ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারছি না আমরা। এ অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কিন্তু রাস্তায় নেমে বিক্ষোভ করলে আমাদের লাঠিপেটা করে পুলিশ। সেই সঙ্গে আমাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম বলেন, বিক্ষোভসহ মহাসড়ক অবরোধ করেছিল শ্রমিকরা। এতে দীর্ঘ যানজট লেগে যায়। তাদের সরাতে গেলে সংঘর্ষ লাগে। এতে কয়েকজন আহত হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply