শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনভাতা ও মানোন্নয়নের দাবীতে শ্রীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দাবী সংবলিত একটি ষ্মারকলিপি প্রদান করা হয়।
বৃহষ্পতিবার বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ তাদের দাবী দাওয়া নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
এসময় শিক্ষকেরা তাদের কার্যক্রম তুলে ধরতে গিয়ে বলেন, তৃণমূল শিক্ষার ভিত্ গড়তে প্রাথমিক শিক্ষকেরাই শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রতিদিন টানা প্রায় আট ঘন্টা পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে কোমলমতি শিশুদের শিক্ষার ভিত্ তৈরী করতে নিরলস পরিশ্রম করছেন। এতে শিক্ষকদের উদ্দেশ্য আদর্শ মানুষ তৈরীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে মজবুত ভিত্তি প্রতিষ্ঠিত করা। দু’একটি বিচ্যুতিকে আমলে না নিয়ে কোমলমতি শিশুদের শিক্ষাদানের এ কাজটিকে ইতিবাচক বিবেচনায় নেয়ার আহবান জানান শিক্ষকেরা। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও কোমলমতি শিশুর শিক্ষকদের যথাযথ মর্যাদাদানের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা রাখা সম্ভব বলেও দাবী করেন শিক্ষক নেতৃবৃন্দ। এ ক্ষেত্রে তাদের দাবীগুলো ন্যায্য মন্তব্য করে তা গ্রহন করতে সরকারের নীীত নির্ধারক মহলের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি ষ্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন ষ্মারকলিপি প্রাপ্তির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
শিক্ষকদের এ কর্মসুচীতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক হাজেরা আক্তার, মাঈনুদ্দীন, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, আব্দুর রউফ, মোশারফ হোসেন, আছমা আফরোজ প্রমূখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply