বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে আগুনে ১২টি বসতঘর ও একটি কারখানার মালামাল পুড়ে গেছে। সোমবার বিকেল সাড়ে ৪টা ও বেলা ১১টায় পৃথকস্থানে অগ্নিকান্ডের দুটি ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীপুর থানা ক্যাম্পাসের অদূরে জনৈক নজরুল ইসলামের বাড়িতে আগুন লাগে। আগুনে ওই বাড়ির ১২টি ঘর পুড়ে গেছে।
বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী মোর্শেদ জানান, ওই বাড়িতে ১২ জন ভাড়াটিয়া রয়েছেন। কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে সেটি তারা বুঝে উঠতে পারেননি। এর আগেই আগুন ওই বাড়ির সকল ঘরে ছড়িয়ে পড়ে। এক ঘন্টার মধ্যে সবগুলো ঘর পুড়ে যায়। তার ব্যাক্তিগত সংরক্ষণে থাকা পৌণে তিন লাখ নগদ টাকা পুড়েছে বলে দাবী করেন।
অপরদিকে, বেলা ১১টার দিকে আনসার টেপিরবাড়ী এলাকার আইটিএল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানার ব্যবস্থাপক মোহরাব হাসান জানান, জেনারেটর ওভারহিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে প্লাস্টিক জাতীয় পণ্যের কাঁচামাল পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, বসতবাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়। এ ঘটনায় নগদ অর্থসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। প্লাস্টিক কারখানায়ও বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের ঘটনায় আনুমাণিক ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply