মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২ অক্টোবর রাতে অভিযান চালিয়ে ৯৩ বোতল বিদেশি মদ, মুঠোফোনসেট ও নগদ টাকাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের তোতা মিয়ার ছেলে আল আমীন (২৬) এবং আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন (১৯)।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ২ অক্টোবর রাত সোয়া নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বৈশাখী বাজারের পশ্চিম পাশে নাকুগাঁওগামী পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ৯৩ বোতল বিদেশি মদ, একটি মুঠোফোনসেট ও নগদ এক হাজার ৫০০ টাকাসহ মাদক কারবারি আল আমীন ও আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের দাম আনুমানিক প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply