শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৮ পূর্বাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘের কৃষ্ণ মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী সভাপতিত্বে ও শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূইয়া মোহন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিয়োদ্ধা মোঃ মুহসীন নাজির, শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান রাসেল, শিবপুর মডেল থানার ওসি ফিরুজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, বাংলাদেশ সেচছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহাবুবুল হাসান মাহাবুব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু, আলমগীর হোসেন মৃধা আগুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, পৌর সভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারন সম্পাদক ফারুক খান প্রমুখ।
আলোচনা শেষে শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘের কৃষ্ণ মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিবপুর মডেল থানা হয়ে শিবপুর সদর রোড দিয়ে কলেজ গেইট হয়ে শিবপুর থানা সার্বজনীন ভক্ত সংঘের কৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply