রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫৮ অপরাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— নরসিংদীর শিবপুর উপজেলার চান্দের টেক গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের স্ত্রী লুৎফা বেগম (৫৯)। তিনি দীর্ঘ ৮ বছর ধরে শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে আয়া হিসেবে কাজ করছেন। স্কুলের কাজ শেষ করে আশে পাশের বাসা বাড়িতে গিয়ে দুমুঠো রান্না করে নিয়ে এনে বারান্দার মধ্যে থেকে মানবেতর জীবন যাপন করছেন।
আরও পড়ুনঃ ঘোড়াঘাটে চাল বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার-৩
লুৎফা বেগম বলেন, আমার স্বামী মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে দেশ স্বাধীন করে। স্বাধীনতার ৪ বছর পর তিনি মারা যায়। মারা যাবার সময় ৪ শতাংশ ভিটে বাড়ির জমি রেখে যান। ৪ বছরের একটি সন্তান ও রেখে যান। সেই সন্তানকে নিয়ে বেচে থাকার জন্য সংগ্রাম শুরু করি। ৪০ বছর যাবৎ মানুষের বাড়িতে বাড়িতে থেকেছি। বর্তমানে স্কুলের বারান্দায় ৮বছর ধরে থাকি। জীবন যুদ্ধ এখনোও চালিয়ে যাচ্ছি। আজও পর্যন্ত স্বামীর ভিটায় একটি দোচালা ঘরও নির্মাণ করতে পারি নাই। আমার স্বামী মুক্তিযোদ্ধা নূরুল হকের গেজেট নং-১৯৫২।
আরও পড়ুনঃ শ্রীপুরে স্বামীকে হত্যার ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিলেন স্ত্রী সামিরা
লুৎফা বেগম আরও বলেন, দেশ স্বাধীনের পর স্বামী কোন কাজকর্ম না পাওয়ায় শিবপুর বাজাজের প্রায় দুই বছর বুট-বাদম বিক্রী করেন। বাদাম বিক্রী করেও সংসার চলে না। তার পর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ২শত টাকায় বেতনে সমবায় অফিসে পিয়ুন পদে চাকুরী নেয় । দুই বছর চাকুরী করার পর তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর ৪০টি বছর আয়ার কাজ ও জিয়ের কাজ করে বেচেঁ আছি। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষককের নিকট নিজের কষ্টের কথা জানালে। স্কুল কর্তৃপক্ষ স্কুলের বারান্দায় তিন দিক দিয়ে টিনের ভেড়া দিয়ে একটি ডেরা তৈরী করে থাকার ব্যবস্থা করে দেন।
আরও পড়ুনঃ শিবপুরে কিশোর-কিশোরী ক্লাবে খেলা-ধুলার সামগ্রী বিতরণ
মুক্তিযোদ্ধার স্ত্রী লুৎফা বেগম তিনি বলেন, আমার স্বামীর বাড়ির খালী জায়গায় একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন ও শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীরের কাছে একটি আবেদন করেছি। স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
শিবপুর উপজেলা নিবাহী অফিসার মোঃ হুমায়ন করীর বলেন, এই বিষয়টির সম্পর্কে আমি অবগত না।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply