শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ নরসিংদীর শিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩, (২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৎস্য সম্পদে সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।
এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এস এম আরিফুল হাসান, প্রেসক্লাবের সদস্য খন্দকার আমীর হোসেনসহ মৎস্য দপ্তরের অন্যান্য ব্যক্তিবর্গ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply