শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ থেকে এসএম আশরাফুল ইসলাম জয়ঃ— সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা গ্রামের আনছার আলীর ছেলে ফরজ আলী (২৪) বিরুদ্ধে তাসলিমা খাতুন (২০) নামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত ৬/৯/১৯ ইং রোজ শুক্রবার সন্ধা সাড়ে ৭ ঘটিকার এই জোর পূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিতা তাসলিমা খাতুন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা গ্রামের মৃত জামাল শেখের মেয়ে।
মামলার এজাহার ও ধর্ষিতার পরিবারসূত্রে জানা যায়, গত ৬/৯/১৯ ইং রোজ শুক্রবার সন্ধা সাড়ে ৭ ঘটিকার ফরজ আলী (২৪) পিতা মোঃ আনছার আলীর বাড়ীর উপর দিয়ে পাশের বাড়ির বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধস্তাদস্তির এক পর্যায়ে আমার মুখ থেকে হাত সরিলে আমার চিৎকারে আশেপাশের লোক জন এসে তাকে ধরেফেলে। গত ৮/৯/১৯ তারিখে স্থানীয়দের শালিসির মাধ্যমে বিব্বাহর কথা বলে ধর্ষণ কারি ফরজ আলীকে কৌশলে বাড়িতে নিয়ে যায়, পরে বিব্বাহ্ করতে অসিকার করলে ধর্ষিতা বাদি হয়ে গত ১৫/৯/২০১৯ তারিখে শাহজাদপুর থানায় মামলা করেন। মামলার পরে থেকে ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য আসামি আব্দুর রহম হুমকি দিচ্ছে ও প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে।
এ ব্যাপারে মামলার দায়িত্বে থাকা শাহজাদপুর থানার এস আই নুরুল ইসলাম বলেন, ধর্ষণের ব্যাপারে মামলা হয়েছে আমরা আসামিকে গ্রেফতার করার চেষ্টা করছি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply