মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীতে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা-২০১৯ উদযাপন উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তা ও আইন শৃংখলা সংক্রান্তে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ১০টায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জসিম উদ্দিন, সকাল থানার অফিসার্স ইনচার্জগন পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কমল দত্ত, সাধারন সম্পাদক শ্রী কাজল বরন দাস সহ বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিরা।এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ।
পুলিশ সুপার বলেন, পূজা মন্ডপগুলোতে নিঃছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। যাতে একটিও অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রতিটি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
সভায় প্রতিটি পূজা মন্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখার বিষয়ে বিষদ আলোচনা হয়। এবার পটুয়াখালী জেলায় ১৮৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply