শনিবার, ২৫ নভেম্বর ২০২৩, ০১:৫৬ অপরাহ্ন
চট্টগ্রাম (লোহাগাড়া) থেকে অমিত কর্মকারঃ— চট্টগ্রামের লোহাগাড়ায় গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির দায়ে ৫ মুদির দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ নভেম্বর রাতে উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ কাঁচা বাজার ও আলুরঘাট রোডে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ তৌছিফ আহমেদ। বটতলী মোটর স্টেশনস্থ কাঁচা বাজারে তানভীর স্টোরকে ২০হাজার টাকা, কামাল স্টোরকে ২০হাজার টাকা, আলুরঘাট রোডস্থ ফরিদ স্টোরকে ২০হাজার টাকা, আলী এন্ড সন্সকে ১০হাজার টাকা এবং হাজ্বী এ রহমান এন্ড সন্সকে ২৫হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে
নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করছিল সংবাদ পেয়ে ছন্দবেশে তিনি বটতলী কাঁচা বাজার হতে ৩৫ টাকার লবণ ৫০টাকা দিয়ে ক্রয় করেন। দোকানীরা গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় ৫মুদির দোকানকে ৯৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরও পড়ুনঃ লোহাগাড়ার প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ায় অপরাধে সাইফুল কারাগারে
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, এসআই গোলাম কিবরিয়া, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মুসলেম উদ্দিন ও সিএ মুহাম্মদ রুবেল উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply