মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
চট্রগ্রাম (লোহাগাড়া) থেকে অমিত কর্মকারঃ— লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরম্বা জামেউল উলুম মাদরাসা মাঠ প্রাঙ্গণে ১৬ নভেম্বর বিকেলে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসহাব উদ্দীনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধানবক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড. হুমায়ন কবির রাসেল।
আরও পড়ুনঃ লোহাগাড়ার প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে যাওয়ায় অপরাধে সাইফুল কারাগারে
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম গণি সম্রাট, দক্ষিণজেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সাইফুল আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুজাহিদ বিন আলম কাইছার, কার্যনির্বাহী সদস্য এসএম আব্দুল জব্বার, কার্যনির্বাহী সদস্য বিমল কিশোর চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা যুবলীগের সদস্য শফিউল আজম শহিদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ও মোরশেদুল আলম নিবিল প্রমুখ।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় চুনতিতে ১৯ দিনব্যাপী ৪৯তম সীরাতুন্নবী (সঃ) মাহফিল উদ্বোধন
কর্মী সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার, চরম্বা ইউপি সদস্য জয়নাল আবেদীন, যুবলীগনেতা খানে আলম, আদেল চৌধুরী, মোঃ আইয়ুব আলী, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ চরম্বা শাখার সভাপতি নাজিম উদ্দিন নজির, সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান মোঃ সোলাইমান, সাধারণ সম্পাদক দিদারুল আলম, কৃষকলীগ, তাঁতীলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ হাজারের অধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড.নদভী এমপি বলেন, দলকে এগিয়ে নিতে হলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবেনা। সবাইকে এক হয়ে সরকারের উন্নয়নবার্তা প্রচার করতে হবে।
তিনি আরো বলেন, সাতকানিয়া-লোহাগাড়ায় গত ৬ বছরের উন্নয়নের তালিকা অনেক লম্বা। আগামী ৬ মাসের মধ্যে বাকী উন্নয়ন কাজগুলো সম্পন্ন করা হবে । লোহাগাড়া-সাতকানিয়ায় সম্প্রতি ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। যাহা সারা বাংলাদেশে একটি নজির হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে অনেক মেগাপ্রকল্প হাতে নিয়েছে । আগামী ১ বছরের মধ্যে পদ্মাসেতু উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদের কাজ চলমান রয়েছে। যাহা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করতে পারেনি। যতদিন পর্যন্ত দেশ দূর্নীতিমুক্ত হবেনা ততদিন পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply